স্পোর্টসঃ

এখন থেকে আঘাত পেয়ে কোনো ক্রিকেটার খেলতে না পারলে তার পরিবর্তে খেলোয়াড় নেয়া যাবে। আন্তর্জাতিক ক্রিকেটে এ নিয়মের অনুমোদন দিয়েছে আইসিসি। ঘরোয়া ক্রিকেটে দুই বছর পরীক্ষা-নিরীক্ষার পর অবশেষে এমন সিদ্ধান্ত নেয় সংস্থাটি।

আগামী ১ আগস্ট আইসিসির প্লেয়িং কন্ডিশনে এ ধারা যুক্ত হবে। ওই দিন থেকে নারী-পুরুষদের সব আন্তর্জাতিক ম্যাচে চালু হবে ‘কনকাশন রিপ্লেসমেন্ট’ নিয়ম। বিশ্বব্যাপী প্রথম শ্রেণির ক্রিকেটেও এ পদ্ধতি প্রযোজ্য হবে।

আইসিসি এক বিবৃতিতে জানায়, বদলি খেলোয়াড় নেয়ার সিদ্ধান্ত নেবেন দলের ফিজিও। ওই ক্রিকেটারকে অবশ্যই একই মানের হতে হবে। তাতে ম্যাচ রেফারির অনুমোদন থাকবে।

ক্রিকেট কমিটির সুপারিশ অনুযায়ী, স্লো ওভার রেটের শাস্তিতে পরিবর্তন এনেছে আইসিসি। টানা বা গুরুতর মন্থর ওভার রেটের কারণে অধিনায়ক আর নিষিদ্ধ হবেন না। আগে ক্যাপ্টেনের অর্ধেক জরিমানা করা হতো বাকি ক্রিকেটারদের। এখন দলপতির সমান তাদেরও জরিমানা গুনতে হবে।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily