ক্যাসিনো ব্যবসায়ী এনামুল ও রুপন গ্রেফতার

আইন আদালতঃ
ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত পৃথক অভিযানে দুই ভাই এনামুল হক ও রূপন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে সিআইডি।

সিআইডির গণমাধ্যম শাখার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন এই তথ্য জানিয়েছেন।

ক্যাসিনো বিরোধী অভিযান শুরু থেকেই তাঁরা আত্নগোপনে ছিলেন।

২০১৯ সালের ২৪ সেপ্টেম্বরে এনামুল ও রূপনদের বাসায় এবং তাঁদের দুই কর্মচারীর বাসায় অভিযান চালিয়ে পাঁচ কোটি টাকা এবং সাড়ে সাত কেজি সোনা উদ্ধার করে র‍্যাব। এরপর সূত্রাপুর ও গেন্ডারিয়া থানায় তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা হওয়ার প্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়।

এনামুল ও রূপন পুরান ঢাকায় বাড়ি কিনেছেন কমপক্ষে ১২টি। ফ্ল্যাট কিনেছেন ৬টি। পুরোনো বাড়িসহ কেনা জমিতে গড়ে তুলেছেন নতুন নতুন ইমারত। স্থানীয় লোকজন জানান, এই দুই ভাইয়ের মূল পেশা জুয়া। আর নেশা হলো বাড়ি কেনা।

জুয়ার টাকায় এনামুল ও রূপন কেবল বাড়ি ও ফ্ল্যাটই কেনেননি, ক্ষমতাসীন দলের পদও কেনেন বলে জানা যায়।

২০১৮ সালে এনামুল গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি এবং রূপন যুগ্ম সাধারণ সম্পাদকের পদ দখল করেন।

-ডিকে

FacebookTwitter