অনলাইন ডেস্কঃ
সরকারি চাকরির সব ক্ষেত্রে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে শাহবাগ অবরোধ করেছেন মুক্তিযোদ্ধার সন্তানরা।
বুধবার রাত ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিক্ষোভ মিছিল বের করে শাহবাগ মোড় অবরোধ করেন তারা।
তারা দাবি করছেন, সরকারি চাকরির সব ক্ষেত্রে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল না হলে তারা রাজপথ ছাড়বেন না।
আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান করায় রাজধানীর ব্যস্ততম সড়কগুলোতে ব্যাপক যানজট সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে দেখা যায়।
এদিকে আজ বুধবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রস্তাব অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।
বৈঠকে মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, এ প্রস্তাব অনুমোদনের ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে মেধার ভিত্তিতে সরাসরি নিয়োগ হবে। এখানে কোনও কোটা থাকবে না। খুব শিগগির এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে। প্রজ্ঞাপন হলে ওইদিন থেকে কার্যকর হবে।
তবে তৃতীয় ও চতুর্থ শ্রেণির সরকারি চাকরির ক্ষেত্রে সব ধরনের কোটা বহাল থাকবে। অর্থাৎ এ চাকরিতে তারা কোটা পাবেন।
তিনি বলেন, এতদিন সরকারি চাকরিতে নিয়োগে ৫৬ শতাংশ পদ বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত ছিল। এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ, নারী ১০ শতাংশ, জেলা ১০ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ৫ শতাংশ, প্রতিবন্ধী ১ শতাংশ।
সরকারি চাকরিতে নিয়োগে কোটার পরিমাণ ১০ শতাংশে নামিয়ে আনার দাবিতে কয়েক মাস আগে আন্দোলনে নামে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। পর তা সারাদেশে ছড়িয়ে পড়ে।