করোনা সংবাদঃ

কুড়িগ্রামের ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মীসহ জেলায় মোট দশ ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের এক ওয়ার্ড বয় ও একজন ক্লিনারও রয়েছেন।

৭ মে, বৃহস্পতিবার প্রাপ্ত প্রতিবেদনে এই তথ্য পাওয়ার কথা নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান।

স্বাস্থ্য বিভাগ জানায়, জেলার সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের কুয়েত পল্লী গ্রামের এক নারীসহ তিন জন এবং কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের এক ওয়ার্ড বয় ও ক্লিনার করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। এছাড়াও জেলার ভূরুঙ্গামারী উপজেলায় তিন জন এবং ফুলবাড়ী থানার ওসিসহ দুইজন করোনা আক্রান্তের রিপোর্ট পাওয়া গেছে।

ফুলবাড়ী থানার ওসি করোনা আক্রান্তের বিষয় নিশ্চিত করে পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খান জানান, কোনো ধরণের উপসর্গ ছাড়া ওসি এখনো ভালো আছেন। তাকে আইসোলেশনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়াও তার গাড়ি চালকসহ আরো দুই তিনজনকে আইসোলেশনে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে।

এদিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাকিরুল ইসলাম জানান, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে দায়িত্ব পালন করা এক ওয়ার্ড বয় ও একজন ক্লিনারের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তবে তাদের কোনো উপসর্গ নেই। নিয়মিত ডিউটি শেষে রুটিন চেকআপে নমুনা পরীক্ষার ফলাফলে তারা পজেটিভ শনাক্ত হয়েছেন। তাদের আইসোলেশনে রাখার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ নিয়ে জেলায় মোট ৩২ জন করোনা আক্রান্ত শনাক্ত হলেন। এর মধ্যে তিনজন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily