লাইফস্টাইলঃ
সারা বাংলাদেশ থেকে বহুলভাবে প্রচার করে রেসিপি আহবান করা হয়েছিল গত মাসে। এর সাড়া দিয়ে সারাদেশের বিভিন্ন জেলা থেকে হাজারও রেসিপির মধ্যে থেকে, সেরা ৭০ জন কে নিয়ে অনুষ্ঠিত হয় গ্রান্ড ফিনালে।
রাজধানীর বনানীর স্কাই ডাইনিং রেস্টুরেন্ট অনুষ্ঠিত হয় গ্রান্ড ফিনালে,অনুষ্ঠান পরিচালনা করেন, জনপ্রিয় কালিনারি এক্সপার্ট মেহেরুন নেসা।
প্রতিযোগিরা তাদের পছন্দমত দেশের ঐতিয্যবাহী সব পিঠা নিয়ে অংশ গ্রহণ করেন,উক্ত অনুষ্ঠানের প্রধান বিচারক হিসাবে ছিলেন বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসী।
জনপ্রিয় কালিনারি এক্সপার্ট মেহেরুন নেসা,শেফ মামুন চৌধুরী,রন্ধনশিল্পী তানিয়া শারমিন,রন্ধন শিল্পী নিপা, রন্ধনশিল্পী মিতা,বিচারকরা সবার পিঠা টেস্ট করেন এবং বিভিন্ন বিষয় প্রতিযোগিদের প্রশ্ন করেন, চুল চেরা বিশ্লেষণ করে তারা সেরা ১০ জনকে সাটিফিকেট,ক্রেস্ট, প্রাইজমানি পুরুস্কার হিসাবে দেয়া হয়।
প্রধান অতিথি সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন।আয়োজক প্রধান কালিনারি এক্সপার্ট মেহেরুন নেসা জানান বাংলাদেশের ঐতিয্যবাহী হারিয়ে যাওয়া পিঠা সবার কাছে পরিচিত করে তুলতে তাদের এই প্রয়াশ,সামনে বাংলাদেশের খাবার বিশ্বের কাছে তুলে আনতে নানান পদক্ষেপ গ্রহণ করবেন বাংলাদেশ কুকিং এসোসিয়েশন,
এছাড়া অনুষ্ঠানে আগত অতিথি ও প্রতিযোগিদের জন্য স্কাই ডাইনিং রেস্টুরেন্টের জমাধার খাবার,অনুষ্ঠানে কুকিং এসোসিয়েশানের সম্মানী মেম্বারগন ও আগত অতিথি সহ প্রায় ১৫০জন লোক উপস্তিত ছিলান,মিডিয়া পাঠনার ছিলেন চ্যানেল আই।
-ডিকে