সারাদেশঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডের দক্ষিণ মহাদেবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলায় দুই যুবক খুন হয়েছে। নিহতরা হলেন আমিরাবাদ গ্রামের আব্বাস আলীর ছেলে মো. জাহিদ (২৫) ও ভূঁইয়াপাড়া এলাকার নায়েব আলীর ছেলে মো. শাহীন (২৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে দুই কিশোর গ্যাংয়ের মধ্যে সিগারেট খাওয়া নিয়ে ঝাগড়া হয়।

তার সূত্র ধরে ২৩ এপ্রিল, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার সময় ঝগড়ার বিষয়টি সমাধান করবে বলে কিশোর গ্যাংয়ের ইমাম হোসেন, তারেক, তৈয়ব, আইয়ুব গ্রুপ জাহিদ ও শাহিন গ্রুপকে রেল লাইনে আসতে বলে। আসার পরপর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যয়ে দুই কিশোর গ্রুপ ধারাল অস্ত্র নিয়ে এক পক্ষ আরেক পক্ষের ওপর হামলা করে। হামলায় মোহাম্মদ জাহিদ ও মোহাম্মদ শাহিন গুরুত আহত হয়।

তাদেরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করে। চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে জাহিদ এবং শুক্রবার সকাল ৭টার দিকে শাহিন মারা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily