স্বাস্থ্যঃ

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে অনীহা প্রকাশ করায় কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের ছয় চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার ক্ষেত্রে অনিচ্ছা প্রকাশ করার কারণে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের গাইনি বিভাগের একজন কনসালটেন্ট এবং হাসপাতালের একজন আবাসিক চিকিৎসককে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা মোতাবেক সাময়িক বরখাস্ত করা হলো।

একই হাসপাতালের বাকি চার চিকিৎসকের মধ্যে গত ১৩ ফেব্রুয়ারি থেকে একজন, ১৫ ফেব্রুয়ারি থেকে একজন, ৩১ মার্চ থেকে একজন এবং গত ২১ মার্চ থেকে হাসপাতালে অনুপস্থিত থাকার কারণে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

এই চিকিৎসকদের রাজধানীর উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পদায়ন করা হয়েছিল।

কর্মস্থলে অনুপস্থিত থাকায় হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিয়া) হীরম্ব চন্দ্র রায় এবং মেডিকেল অফিসার ফারহানা হাসানাত, উর্মি পারভিন ও কাওসার উল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে অনিচ্ছা প্রকাশ করায় হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (গাইনী) শারমিন হোসেন এবং আবাসিক চিকিৎসক মুহাম্মদ ফজলুল হকের বিষয়েও একই পদক্ষেপ নেয়া হয়েছে।

আরও পড়ুন

করোনা ওষুধ ‘আ্যভিগান’ কার্যকর

উল্লেখ, দেশে নতুন করে আরো ৫৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে। এতে করে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪৮২ জনে দাঁড়িয়েছে। আর নতুন করে আরো ৩ জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা ৩০ জনে দাঁড়িয়েছে। নতুন করে সুস্থ্য হয়েছেন আরো ৩ জন।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily