স্বাস্থ্য

অক্সফোর্ডের তৈরি করোনাভাইরাস ভ্যাকসিনের ৩ ডোজ বাংলাদেশকে সরবরাহ করবে ভারতের সিরাম ইনস্টিটিউট।

এ লক্ষ্যে আজ ৫ নভেম্বর, বৃহস্পতিবার সিরাম ইনস্টিটিউট, বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়েছে।

সচিবালয়ে এই স্বাক্ষর অনুষ্ঠানের শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন সাপেক্ষে এ ভ্যাকসিন বাংলাদেশে আনা হবে। প্রথমে দেড় কোটি মানুষকে দুই ডোজ করে করোনার ভ্যাকসিন দেয়া হবে। প্রত্যেকে ২৮ দিন পর পর একটি করে ডোজ পাবেন। প্রতি মাসে ৫০ লাখ করে ডোজ আসবে।

ভ্যাকসিনটি মানবদেহের জন্য নিরাপদ এবং কার্যকর প্রমাণিত হয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘এছাড়া এখন পর্যন্ত কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তিনি বলেন, ‘সময়ই বলবে করোনার টিকা কতটা কার্যকর।’

তবে করোনার প্রাদুর্ভাবের মধ্যে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি মাস্ক পরিধানে সচেতন থাকার জন্যও আহ্বান জানান মন্ত্রী।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পক্ষে প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা, ভারতের সিরাম ইনস্টিটিউটের পক্ষে অতিরিক্ত পরিচালক সন্দীপ মলয় এবং বাংলাদেশের পক্ষে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. মোস্তফা কামাল সমঝোতা স্মারকে সই করেন।

এসময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, সংসদ সদস্য নাজমুল হাসান পাপন, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, সিরাম ইনস্টিটিউটের প্রতিনিধি সন্দীপ মলয় প্রমুখ উপস্থিত ছিলেন।

-কেবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily