স্ব-মূল্যায়ন সরঞ্জাম আপনাকে করোনাভাইরাসের (কোভিড-১৯) জন্য পরীক্ষার প্রয়োজন রয়েছে কিনা তা নির্ধারণ করতে সহায়তা করতে পারে। এর মাধ্যমে আপনি নিজে বা কেউ যদি করোনা পরীক্ষা না করাতে পারেন, তার জন্যও মূল্যায়নটি সম্পন্ন করতে পারেন।
করোনা পরীক্ষা করা উচিৎ যাদের
শ্বাস-প্রশ্বাস সমস্যায় লক্ষণযুক্ত মানুষেরা যাদের:
▪ হাসপাতালে ভর্তি বা হাসপাতালে ভর্তির সম্ভাবনা রয়েছে
▪ স্বাস্থ্যকর্মীরা
▪ ভাইরাস প্রাদুর্ভাবের তদন্ত কাজের সাথে সংশ্লিষ্টরা
যাদের কোভিড-১৯ পরীক্ষার প্রয়োজন নেই
▪ যাদের করোনাভাইরাসের লক্ষণ নেই
▪ হালকা শ্বাস-প্রশ্বাস সমস্যর লক্ষণযুক্ত রোগীরা যারা নিজ বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকতে পারবেন।
জ্বর,হাঁচি-কাশি,গলা ব্যথা বা শ্বাসকষ্ট রয়েছে এমন যে কাউকে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইন বা সেলফ আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
ঘরের বাইরে থাকার সময় ভাইরাস থেকে নিজেকে রক্ষা করতে ঘন ঘন হাত ধুয়ে ফেলুন এবং অন্যের থেকে কমপক্ষে ২ মিটার দূরত্ব বজায় রাখুন।
-ডিকে