করোনা সংবাদঃ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সরকারের আরেক যুগ্ম সচিবের মৃত্যু হয়েছে। জাফর আহম্মদ খান নামের ওই কর্মকর্তা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিচালক ছিলেন।

গতকাল ২০ জুন, শনিবার রাত আটটার দিকে ঢাকায় সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিসিএস (পরিসংখ্যান) ক্যাডারের নবম ব্যাচের এই কর্মকর্তা বিবিএসের কম্পিউটার শাখার পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।

এ সংবাদের সত্যতা নিশ্চিত করে বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘প্রয়াত জাফর আহম্মদ খান প্রথমে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।’

পরে আইসিইউর প্রয়োজন পড়লে তাকে সরকারি কর্মচারী হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলেও জানান তিনি।

মৃত্যুকালে জাফর আহম্মদ খান স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গ্রামের বাড়ি বরিশালেই তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, জাফর আহম্মদ খানসহ সাবেক ও বর্তমান মিলিয়ে এ পর্যন্ত প্রশাসনের মোট ১১ জনের প্রাণ কেড়েছে নভেল করোনা ভাইরাস।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily