করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে এসো সবাই’র যাত্রা শুরু

করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে এসো সবাই’র যাত্রা শুরু
করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে এসো সবাই’র যাত্রা শুরু

অনলাইনঃ
করোনা সংকট চলাকালীন ও সংকট পরবর্তী সময়ে অসহায়, দুস্থ মানুষকে প্রয়োজনীয় সহায়তা দিতে দেশ ও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে একটি সামাজিক উদ্যোগ। ‘এসো সবাই’ নামে যাত্রা শুরু করা এই উদ্যোগটি আগ্রহীদের কাছ থেকে অনুদান সংগ্রহ করে তা সমাজের অসহায় ও ভুক্তভোগীদের কাছে পৌঁছে দিবে।

এই উদ্যোগটির মাধ্যমে দেশ বিদেশে ছড়িয়ে থাকা প্রত্যেক আগ্রহী মানবিক ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে পারবেন।

‘এসো সবাই’ একটি সম্পূর্ণ অলাভজনক, স্বেচ্ছাসেবী ও সামাজিক উদ্যোগ। দেশ ও দেশের মানুষের প্রতি ভালোবাসা এবং একান্ত ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে এ উদ্যোগটি নিয়েছেন কর্পোরেট ব্যক্তিত্ব ও গীতিকবি আসিফ ইকবাল; বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর পরিচালক দিদারুল আলম সানি; ডিজিটাল মার্কেটিং এজেন্সি অ্যানালাইজেন বাংলাদেশ লিঃ এর দ্য ম্যান অব স্টীল (চেয়ারম্যান) রিসালাত সিদ্দীক; কনসিটো পিআর-এর নির্বাহী পরিচালক মাহজাবীন ফেরদৌস; গায়ক মাহাদী ফায়সাল ও সঙ্গীত পরিচালক অদিত রহমান।

উদ্যোক্তা আসিফ ইকবাল জানান, “করোনা যুদ্ধ ও যুদ্ধ পরবর্তী সময়ে দেশের আপামর প্রান্তিক মানুষদের পাশে দাঁড়ানোর ভাবনা থেকেই এমন একটি পদক্ষেপ নেওয়ার কথা মাথায় আসে। সাংস্কৃতিক অঙ্গনে সম্পৃক্ত থাকার সুবাধে বিভিন্ন সময়ে দেশের মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছি। মানুষের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এবং ব্যক্তিগত দায়বদ্ধতার জায়গা থেকে এই প্রচেষ্টা।”

দিদারুল আলম সানি বলেন, “চলমান সংকট নিরসনের ক্ষেত্রে যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে তথ্য প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমাদের এই উদ্যোগটি সম্পূর্ণ ডিজিটাল এবং অনলাইনভিত্তিক। যার ফলে করোনা মোকাবিলায় একইসাথে ক্ষতিগ্রস্থদের সহযোগিতা প্রদান এবং সামাজিক দূরত্ব বজায় রাখা দুটোই করা যাবে।”

রিসালাত সিদ্দীক বলেন, “করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের মানবিক দায়িত্ব। এই দায়িত্ব পালনে এগিয়ে আসার ক্ষেত্রে আমাদের দায়িত্বশীল আচরণ করা আবশ্যক, কেননা করোনা প্রতিহত করতে হলে আমাদের অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এই সবকিছু বিবেচনা করে আমরা আমাদের সম্মিলিত প্রচেষ্টার অংশ হিসেবে সম্পূর্ণ ডিজিটাল একটি প্ল্যাটফর্ম ব্যবহার করে এই উদ্যোগ হাতে নিয়েছি এবং সকল সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে সাহায্য ঘরে ঘরে পৌঁছে দিতে চাই যাতে মানুষ ঘরে বসে সুরক্ষিত থাকতে পারে।”

কনসিটো পিআর-এর নির্বাহী পরিচালক মাহজাবীন ফেরদৌস বলেন, “একটি দায়িত্বশীল জনসংযোগ প্রতিষ্ঠানের অংশ হিসেবে এই সংকটকালে দেশের জনগণের জন্য কিছু করার ভাবনা থেকেই ‘এসো সবাই’-এর সাথে আছি। যেকোন যুদ্ধ চলমান অবস্থায় এবং যুদ্ধ পরবর্তী সংকট সামলানো অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠে। করোনা যুদ্ধের ক্ষতি পুষিয়ে উঠতে সরকারিভাবে বেশকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হলেও বেসরকারি খাতকেও এসময় এগিয়ে আসা উচিত বলে মনে করি।”

গায়ক মাহাদী ফায়সাল বলেন, “গান আমাকে অনেক ভালোবাসা অর্জনের সুযোগ করে দিয়েছে। বর্তমানে প্রিয় মাতৃভূমি কঠিন এক সংকট পার করছে। এই সংকট কাটিয়ে আবারও আমরা বিজয়ের গান গাইতে চাই। তার জন্যই এগিয়ে আসা। আশা করছি, খুব শীঘ্রই দেশমাতৃকা আবারও গানে গানে মুখরিত হয়ে উঠবে।”

সঙ্গীত পরিচালক অদিত রহমান বলেন, “প্রিয় দেশ আর দেশের মানুষের প্রতি ভালোবাসা নিবেদনের উদ্দেশ্যে একেবারে ব্যক্তিগত দায়বদ্ধতা আমাকে এই উদ্যোগটি হাতে নিতে উদ্বুদ্ধ করেছে। আমরা একা নই, বরং যারা দেশের ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে চান, এই কঠিন সংকট থেকে উত্তরণে দেশের হাল ধরতে আগ্রহী এমন সবাইকে আমাদের এই উদ্যোগ। এক পক্ষের অনুদান এবং অপর পক্ষের প্রয়োজন এ দুটোর সফল সমন্বয় করাই আমাদের একমাত্র লক্ষ্য।”

উদ্যোগটির অধীনে আগ্রহী দাতাদের কাছ থেকে নগদ অর্থ এবং প্রয়োজনীয় পণ্যসামগ্রী যেমন- খাদ্যদ্রব্য, সুরক্ষা সরঞ্জাম, স্যানিটাইজার ইত্যাদি সংগ্রহ করে, তা অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হবে। দাতা প্রতিষ্ঠান হিসেবে এই উদ্যোগের সাথে ইতোমধ্যে যোগ দিয়েছে ইভ্যালি, ফর্টিজ, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, লাইফবয়, ইপিলিয়ন এবং সামিট গ্রুপ। উদ্যোগটি বাস্তবায়ন করবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বিদ্যানন্দ ফাউন্ডেশনের এক টাকায় আহার প্রকল্প, অভিযাত্রিক ফাউন্ডেশন, বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট (বিএএনসিএটি), মিশন সেইভ বাংলাদেশ, আমাল ফাউন্ডেশন এবং নড়াইল এক্সপ্রেস। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত আছে অ্যানালাইজেন বাংলাদেশ লিঃ, কনসিটো পিআর, অ্যাডন, প্রথম আলো ডিজিটাল, এসএসএল ওয়্যারলেস, পাঠাও, যান্ত্রিক এবং পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র।

এই প্রচেষ্টার মাধ্যমে দেশ ও দেশের বাইরের সামর্থ্যবান মানুষেরা আজ এই কোভিড-১৯ এর ফলে সৃষ্ট জাতীয় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পাবে। এই উদ্যোগের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে সম্প্রতি ‘এসো সাথে সবাই’ শিরোনামে একটি গান উন্মুক্ত করা হয়, যেখানে দেশের বিভিন্ন অঙ্গনের শতাধিক ব্যক্তিত্ব গলা মিলিয়ে অংশ নিয়েছেন একটি মাত্র ভিডিওচিত্রে। গানটির মাধ্যমে দেশের মিডিয়া, বিজনেস ও সমাজকর্মী থেকে শুরু করে সবাই এই উদ্যোগ-এর পাশে এসে দাঁড়িয়েছেন।

আগ্রহীরা সরাসরি ওয়েবসাইটে গিয়ে ‘ডোনেট করুন’অপশনটিতে ক্লিক করে কার্ড বা মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস ব্যবহার করে অনুদান দিতে পারবেন। নগদ অর্থ ব্যতীত অন্যান্য পণ্যসামগ্রী যেমন- খাদ্যদ্রব্য, সুরক্ষা সরঞ্জাম, স্যানিটাইজার ইত্যাদি অনুদান হিসেবে দিতে চাইলে ০৯৬-০৬-৪০৪০৪০ অথবা ০৯৬-৩৮-১১১৬৬৬ হটলাইন নম্বরে সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন। আগ্রহী যেকোন ব্যক্তি বা প্রতিষ্ঠান অনুদান দিতে পারবেন।

এছাড়া স্বেচ্ছাসেবী হিসেবে উদ্যোগের সাথে যোগ দিতে আগ্রহী হলে কিংবা অন্য যেকোন জিজ্ঞাসা থাকলে সরাসরি হটলাইন নম্বরটিতে ফোন দিয়ে কথা বলা যাবে।

-শিশির

FacebookTwitter