করোনা সংবাদঃ
করোনাভাইরাস এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ৭ হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছে। করোনার নিয়ে সর্বশেষ পরিসংখ্যান জানানোর ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র এই তথ্য জানায়।

ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, ১৭ এপ্রিল, শুক্রবার সকাল পর্যন্ত সারাবিশ্বে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ১ লাখ ৪৫ হাজার ৫২১ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা ২১ লাখ ৮২ হাজার ১৯৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে চিকিৎসাধীন রয়েছেন ১৪ লাখ ৮৯ হাজার ৩৮১ জন। যার মধ্যে ৫৬ হাজার ৫৫৮ জনের অবস্থা আশঙ্কাজনক। আর করোনায় আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ৫ লাখ ৪৭ হাজার ২৯৫ জন সুস্থ হয়ে উঠেছেন।

এদিকে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরো প্রায় এক হাজার ৮০০ মানুষ। এতে করে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৩৮৪ জন ছাড়িয়েছে। আর আক্রান্ত হয়েছেন অন্তত ৬ লাখ ৭৩ হাজার ২১৫ জন।

ইউরোপের দেশ ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে মারা গেছেন ৫২৫ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ১৭০ জন। দেশটিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ৯৪১ জন।

প্রাণঘাতী এই ভাইরাসে বাংলাদেশে বৃহস্পতিবার আরো ১০ জনের মৃত্যু হয়। এতে করে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। আর এ ভাইরাসে এখন পর্যন্ত ১ হাজার ৫৭২ জন আক্রান্ত হয়েছে।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily