করোনার জন্য দায়ী চীন, গোয়েন্দা সংস্থার দাবি!

অনলাইন ডেস্ক:

করেনা মহামারীর শুরু থেকেই চীন বিশ্ববাসীর সঙ্গে সত্যকে ধামাচাপা দিচ্ছে এমন অভিযোগ বিশ্বের অনেক দেশের গোয়েন্দা সংস্থাগুলোর। এরই ধারাবাহিকতায় পশ্চিমা একটি গোয়েন্দা গবেষণাপত্রে, করোনা সঙ্কট মোকাবিলায় চীনকে তীব্র সমালোচনা করা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ডের “ফাইভ আইস” গোয়েন্দা সংস্থার জোট ডোজিয়ার অভিযোগ, চীন করোনাভাইরাসের প্রাথমিক চিকিতৎসা সংক্রান্ত সতর্কতাগুলি লুকিয়েছে সেই সাথে প্রকোপের প্রকৃত পরিমাণকে কমিয়ে দিয়েছে এবং সেন্সর করেছে তথ্যের পরিমাণও।

ডোজিয়ার চীনা কর্তৃপক্ষের করা ১৫ পৃষ্টার প্রচ্ছদটির নথি দেয়। গোয়েন্দা সংস্থাটি আরও অভিযোগ করে বলে যে, চীন গত ২০ জানুয়ারী পর্যন্ত এই ভাইরাসটি ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে সংক্রামিত হওয়ার বিষয়টি অস্বীকার করে আসছে। চীনের বিরুদ্ধে ভাইরাসের নমুনা নষ্ট করারও অভিযোগ রয়েছে।

এই ডোজিয়র চীনা শহর উহানের পরীক্ষাগারে ব্যাট ভাইরাসের ঝুঁকিপূর্ণ গবেষণার বিষয়টিও উল্লেখ করেছে, যেখানে ডিসেম্বর মাসে নতুন করোনাভাইরাস প্রথম প্রকাশিত হয়েছিল।

-এফকে

FacebookTwitter