অনলাইনঃ
১৯৮১ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড এবং দেশের অন্যতম সুপরিচিত ইংরেজি দৈনিক ডেইলি স্টার দেশের তৃণমূলে ব্যাপক পরিবর্তন সাধনাকারী সংগ্রামী নারীদের সম্মান জানাতে ‘আনসাং ওমেন ন্যাশন বিল্ডার্স অ্যাওয়ার্ড ২০১৯’ অ্যাওয়ার্ড প্রদান করেছে।
২ই মার্চ, শনিবার, রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা’র (আইসিসিবি) পুষ্পগুচ্ছ হলে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান অনুষ্ঠানে উপস্থিত থেকে ৭ জন আনসাং ওমেন ন্যাশন বিল্ডারর্স বিজয়ীদের হাতে প্রত্যেককে পুরষ্কার হিসেবে দুই লাখ টাকার চেক ও ক্রেস্ট তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের এমডি এবং সিইও মমিনুল ইসলাম এবং ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম।
এন্ট্রাপ্রেনারশিপ, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, আত্ম-উন্নয়ন, তৈরি পোশাক শিল্প, সাহসী কার্যক্রম-এই ৭টি খাতে বিশেষ অবদান রাখার জন্য ৭জন সাহসী নারীকে ‘আনসাং ওমেন ন্যাশন বিল্ডার্স অ্যাওয়ার্ড ২০১৯’-এ ভূষিত করা হলো।
আইপিডিসি ফাইন্যান্স এবং ডেইলি স্টার যৌথভাবে ২০১৭ সাল থেকে এই কার্যক্রম শুরু করে এবং ধারাবাহিকভাবে তিন বছর ধরে এসব খাতে নিরব অবদান রাখা নারীদের তুলে নিয়ে আসছে।
‘আনসাং ওমেন ন্যাশন বিল্ডার্স অ্যাওয়ার্ড ২০১৯’ প্রাপ্ত সম্মানিত এই নারীরা হলেন রাজধানীর আদাবরে ‘শিশুদের জন্য আমরা’ শীর্ষক শিশু উন্নয়ন কেন্দ্রের জন্য হাজেরা বেগম, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বাগেরহাট জেলাকে নিরাপদ রাখার সাহসী প্রচেষ্টা চালানো মুক্তিযোদ্ধা খুরশিদ জাহান, স্কুল ও কলেজ পড়ার জন্য ১০০ মেয়েকে আর্থিক সহায়তা প্রদানের জন্য হিরোকো কোবায়াশী, ব্যক্তিগতভাবে এতিম খানা পরিচালনাকারী বিলকিস বানু, বান্দরবানের দুর্গম পাহাড়ী অঞ্চলে আবাসিক স্কুল পরিচালনাকারী রুপা দত্ত, ক্যান্সার আক্রান্ত শিশুদের বিনামূল্যে বাসস্থানের ব্যবস্থাকারী সালমা চৌধুরী এবং বাংলাদেশের পোশাক শিল্পে অবদানের জন্য নারী উদ্যোক্তা হিসেবে ছবি দাস গুপ্ত।
পরিকল্পনামন্ত্রী জনাব এমএ মান্নান বলেন, “সাতজন আনসাং ন্যাশন বিল্ডারদের জন্য এমন একটি দারুণ উদ্যোগ নেওয়ার জন্য আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড এবং ডেইলি স্টারকে অভিনন্দন জানাই।
প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসায়িক চিন্তার বাইরে এসেও মানবতার জন্য এমন কাজ করছে এটি জেনে আমাদের স্বস্তি হয়”।
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম বলেন, “আইপিডিসি ফ্যাইন্যান্স লিমিটেড নারী ও জীবনের প্রতিটি স্তরে নারীত্বের উদযাপনকে পৃষ্ঠপোষকতা করে।
মানবতার ক্ষেত্রে বাস্তবতা বোঝার জন্য এই আনসাং ওমেন নেশন বিল্ডারর্স অ্যাওয়ার্ডটি আমাদের মাধ্যম। আমরা এখান থেকে সামনে আরও অনেক গল্পের সূত্রপাত করবো”।
মাহফুজ আনাম বলেন, “ডেইলি স্টার নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে এবং সব সময় এমন অসাধারণ গল্প তুলে ধরে। তৃতীয়বারের মতো সফলভাবে এই আয়োজন করতে পেরে আমরা গর্বিত”।
এ বছর ১০০ এরও বেশি মনোনয়ন জমা পড়ে এবং জুরি বোর্ড দেশের প্রতি অবদানের ভিত্তিতে তাদের নির্বাচন করে।
এবারের জুরি বোর্ডে ছিলেন মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক, ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশন (সিএএমপিই) এর নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী এবং লেখক, সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক।
-ডিকে