ডেস্ক রিপোর্টঃ

সালমা আদিল ফাউন্ডেশনের (SAF) উদ্যোগে এস এস সি পরীক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদান।
সম্প্রতি স্বেচ্ছাসেবী স্বনামধন্য সামাজিক সংস্থা, “সালমা আদিল ফাউন্ডেশনের” উদ্যোগে বিগত বছর গুলোর ন্যায় এবছরও চন্দনাইশ ও বাশখালীর ৪টি স্কুলের মেধাবী, অসচ্ছল এস এস সি পরীক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান করা হয়।

চন্দনাইশের জোয়ারা “বিশ্বম্ভর চৌধুরী উচ্চ বিদ্যালয়”, “জোয়ারা খানখানাবাদ নতুন চন্দ্র সিংহ উচ্চ বিদ্যালয়”, “ফতেনগর শরীফুন্নেছা নজির উদ্দিন উচ্চ বিদ্যালয়”।

এ ছাড়া বাশখালী’র “বৈলছড়ী নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়ে” অসচ্ছল মেধাবী ছাত্র ছাত্রীদের “সালমা আদিল ফাউন্ডেশন” (SAF) এর চেয়ারম্যান লায়ন সালমা আদিল এম জে এফ এর পক্ষ থেকে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক, স্কুল পরিচালনা পরিষদের সভাপতির নেতৃত্বে অনুদানের চেক প্রত্যেক ছাত্র ছাত্রীদের নিকট হস্তান্তর করা হয়।

অনুদান প্রাপ্ত ছাত্র ছাত্রী, সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকমণ্ডলী, পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ অভিভাবক মহল এবং এলাকাবাসী সালমা আদিল ফাউন্ডেশনের এধরনের মহতী উদ্যোগকে স্বাগত জানান; এবং ভুয়সী প্রশংসা করেন। এর ফলে অনগ্রসর, অসচ্ছল মেধাবী শিক্ষার্থীরা ভবিষ্যতে নিজ।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily