অনলইনঃ
২০১৯ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় দেশসেরা ফলাফল করেছে রাজশাহী শিক্ষাবোর্ড।
এই বোর্ডে এবার পাশের হার ৯১ দশমিক ৬৪ শতাংশ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২২ হাজার ৭৯৫ জন শিক্ষার্থী। গত বছর বোর্ডটিতে পাশের হার ছিল ৮৬ দশমিক ০৭ শতাংশ।
রাজশাহী শিক্ষাবোর্ড থেকে এবারের পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৩ হাজার ৮৮১ জন শিক্ষার্থী।
পরীক্ষার ফলে বোর্ডটিতে এবার ছেলেদের চাইতে মেয়েরা এগিয়ে রয়েছে। এবার মোট ১ লাখ ৭ হাজার ২৬৩ জন ছাত্র পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে ৯০ দশমিক ৪৪ শতাংশ। আর ছাত্রীদের মধ্যে অংশগ্রহণ করেছে মোট ৯৬ হাজার ৬১৮ জন। এর মধ্যে পাশ করেছে ৯২ দশমিক ৯৬ শতাংশ।
জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রীর সংখ্যা ১১ হাজার ৬৮৬ জন। ছাত্রের সংখ্য ১১হাজার ১০৯ জন।
-ডিকে