এশিয়া মডেলে অংশ নিতে কোরিয়া যাচ্ছেন চার মডেল

এশিয়া মডেলে অংশ নিতে কোরিয়া যাচ্ছেন চার মডেল
এশিয়া মডেলে অংশ নিতে কোরিয়া যাচ্ছেন চার মডেল

বিনোদনঃ
সম্প্রতি ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক ফ্যাশন মডেল হান্ট প্রতিযোগিতা ফেস অব এশিয়া লোকাল পার্ট, ফেস অব বাংলাদেশ। কোরবান ও এশিয়া মডেল উৎসবের সাংগঠনিক কমিটি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এ বছরের বিজয়ীরা হলেন উম্মে হাফসা মৌ, স্মৃতি আক্তার, নাহিদ খান ও আলামিন আহমেদ আকাশ।

এই চারজন মডেলকেই ফেস অব এশিয়া শীর্ষক প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য কোরিয়ার সউলে পাঠানো হচ্ছে। ওই অনুষ্ঠানের আগে তারা আন্তর্জাতিক কোরিওগ্রাফার এবং ফ্যাশন ডিজাইনারদের পরিচালনায় সপ্তাহব্যাপী গ্রুমিং সেশনে অংশ নেবেন।

এফওবি এমন একটি প্ল্যাটফর্ম যা দেশের উদীয়মান মডেলদের স্বপ্নকে সত্য করে তুলছে। সুযোগ করে দিচ্ছে এশিয়া মডেল উৎসবের মতো আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের প্রতিভা দেখানোর।

এ বছর এফওবিতে অংশ নিতে শতাধিক আবেদন জমা পড়েছিল। এই আবেদনগুলোর মধ্যে থেকে এফওবি’র স্থানীয় কমিটি ২০ জন পুরুষ এবং ২০ জন নারীকে প্রাথমিক অডিশন রাউন্ডে অংশ নেওয়ার জন্য নির্বাচন করে।

তাদের মধ্যে ১৮ জন পুরুষ ও নারীকে গালা রাউন্ডের ফ্যাশন শো এবং চূড়ান্ত প্রতিযোগিতার জন্য বাছাই করা হয়। অংশগ্রহণকারীরা খ্যাতিমান কোরিওগ্রাফার এবং সেলিব্রিটি স্টাইলিস্ট মাহমুদুল ইসলাম মুকুলের নিবিড় প্রশিক্ষণ পার হয়ে গালা রাউন্ডে অংশ নেন।

গালা রাউন্ডে সাতজন বিচারক চার বিজয়ীকে নির্বাচিত করেন। বিদেশি বিচারকদের মধ্যে ছিলেন আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার গ্রেস মুন, ক্রিশ্চিয়ান ডায়ওর এশিয়ার প্রথম পেশাদার মেকআপ শিল্পী মিঃ কিম এবং সিঙ্গাপুর ফ্যাশন সপ্তাহের অন্যতম আয়োজক বেনেডিক্ট গোহ ছিলেন।

বাংলাদেশি বিচারকদের মধ্যে ছিলেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার সারা করিম, সুপার মডেল এবং উদ্যোক্তা পেয়া জান্নাতুল, শীর্ষস্থানীয় ফ্যাশন ফটোগ্রাফার রফিকুল ইসলাম রফ, এবং আইস মিডিয়া’র ব্যবস্থাপনা সম্পাদক তৌহিদুর রশিদ।

গালা রাউন্ড তিন পর্বে সাজানো হয়। গালা রাউন্ডের ফ্যাশন শো’র পোশাকগুলো ওটু, রোজ বাই নিঝু এবং বাটারফ্লাই বাই শাগুফতা’র সৌজন্যে, এবং সকল অংশগ্রহনকারীর প্রসাধন ও অঙ্গ সজ্জা করিয়েছে অরা বিউটি লাউঞ্জ।

এই অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেছে আইসিই টুডে এবং ব্লুম মডেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্রিয়েটিভ এজেন্সি।

এছাড়া, আন্তর্জাতিক সহযোগীদের মধ্যে ছিল এএমএফওসি, সউল ট্যুরিজম অর্গানাইজেশন, কোরিয়ান ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি, দ্য কোরিয়া টাইমস, আই লাভ সউল।

-শিশির

FacebookTwitter