রাজনীতিঃ
একই স্থানে আওয়ামী লীগের দুই পক্ষের সমাবেশ ডাকায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়নে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

কামারখাড়া ইউনিয়নের কামরখাড়া এলাকায় সমাবেশ স্থলের আশেপাশের এলাকায় শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকতে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা আক্তার জানান।

ইউএনও বলেন, ‘কামারখাড়া ইউনিয়নের ওয়ার্ড কমিটি ঘোষণা হওয়ার পর থেকেই উত্তেজনা বিরাজ করছিল। ওয়ার্ড কমিটি ঘোষণার পক্ষে কামারখাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি আমীর হোসেন অবস্থান নিলেও সহসভাপতি আনিছ হালদার বিপক্ষে ছিলেন।’

তিনি বলেন, ‘এ নিয়ে উভয় পক্ষ শুক্রবার একই স্থানে সমাবেশ ডাকে। তাই সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি এবং রাজনৈতিক সব কর্মসূচি স্থগিত করা করা হয়েছে।’

পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান হাসিনা।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily