মিলি সুলতানা, কুইন্স, নিউইয়র্ক থেকেঃ
বেলজিয়ান সিনিয়র সিটিজেন সুজান হয়লার্টস (৯০) কোভিড –১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
কিন্তু শর্টেজ ভেন্টিলেটরের কারনে তিনি ডাক্তারকে বললেন, “এই যন্ত্রটি তাকে দাও যার জীবনপথ অনেকদুর পাড়ি দিতে হবে। যাকে পৃথিবীর প্রয়োজন। পৃথিবীকে দেবার তার অনেককিছু আছে। স্রষ্টা আমাদের উপর কিছু দায়িত্ব অর্পণ করে পৃথিবীতে পাঠিয়েছেন। কমবয়সীদের এখন সেই দায়িত্ব পালনের সময় এসেছে। এই যন্ত্রটি আমার জন্য নয়।
তবুও চিকিৎসকরা তাকে ভেন্টিলেটেড করতে চেষ্টা করেছেন। কিন্তু সুজান তা প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, ‘Save it (Ventilator) for youngest who need it most. I have already had a beautiful life !!”
সুজান হয়লার্টস ২২ মার্চ মারা যান।
শি