অনলাইনঃ
ইতালি থেকে ফেরত আসা ১৪২ জন বাংলাদেশিকে আশকোনা হজ ক্যাম্পে রাখা হয়েছে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদরে সরাসরি ওই হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। ক্যাম্পেই তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
১৪ মার্চ, শনিবার সকালে তারা সবাই এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে বাংলাদেশে আসেন। বিমানবন্দরের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা জহিরুল ইসলাম এমন তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে জহিরুল ইসলাম জানান, এমিরেটস এয়ারলাইনসের সকালের একটি ফ্লাইটে তারা ঢাকায় আসেন। যেহেতু ইতালি থেকে এসেছেন, সে কারণে তাদের হজ ক্যাম্পে নেয়া হয়েছে। তবে তাদের কেউই জ্বরে আক্রান্ত নয়। এরপর স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা স্বাস্থ্য পরীক্ষার পরে ঠিক করবেন তাদের কোথায় রাখা হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র জানায়, করোনাভাইরাসে শনাক্ত না হলে তাদের হোম কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দেয়া হতে পারে। সবকিছু নির্ভর করছে তাদের স্বাস্থ্য পরীক্ষার ওপর।
এদিকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পর স্বাস্থ্য ছাড়পত্র নিয়ে দেশে ফিরছেন ২৩ বাংলাদেশি। ১৪ মার্চ, শনিবার বিকেলে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এই বাংলাদেশিরা। এক্ষেত্রে সব ধরনের আর্থিক সহায়তা করছে বাংলাদেশ সরকার।
-কেএম