অনলাইনঃ
কলকাতার ঐতিহ্যবাহী ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেন থেকে বিশ্বকাপ জয়ী পাকিস্তানের অধিনায়ক ও বর্তমান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সিএবি৷

সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলির এই সিদ্ধান্তকে দাদাগিরি হিসেবেই দেখছে রাজ্য বিজেপির যুবমোর্চা৷

পুলওয়ামা ঘটনার পর ভারতের অনেক স্টেডিয়াম থেকেই পাক ক্রিকেটারদের ছবি সরিয়ে নেওয়া হলেও এ ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিলেন সিএবি সভাপতি৷

শনিবার বিজেপি যুবমোর্চার ডাকে ইডেন ঘেরাও অভিযান থেকে পুলিশ ৬৩ জনকে গ্রেফতার করেছে৷ পরে সিএবির পক্ষ থেকে ইমরান, রামিজ রাজাসহ বাকি সব পাক ক্রিকেটারের ছবি নামিয়ে রাখার সিদ্ধান্ত গৃহীত হয়৷

পুলওয়ামা ঘটনার পর ভারতের সাবেক অধিনায়ক সৌরভ দাবি জানান, বিশ্বকাপে পাক ম্যাচ বয়কট করা উচিত৷ কাশ্মীরে জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে আর ক্রিকেট খেলা উচিত নয়৷

যুব মোর্চার সভাপতি দেবজিৎ সরকার বলেন, দাদা হলেন মহারাজা৷ বাঙালি তরুণ-তরুণীদের অনুপ্রেরণা৷ ইংরেজদের সঙ্গে ম্যাচ জেতার পর লর্ডসের গ্যালারিতে জার্সি খুলে ওড়ানো বা পাকিস্তানকে ওদের ঘরের মাঠেই নাস্তানাবুদ করে আসা দাদার এসব কীর্তি অমর হয়ে থাকবে৷ আজ (শনিবার) ইমরানের ছবি নামানোর সিদ্ধান্ত নিয়ে তিনি আরও একবার দাদাগিরি দেখালেন৷

-আরআর

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily