সারাদেশঃ
আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের এএসআই। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক এএসআই।

১৭ জুলাই, শুক্রবার বিকেলে সদর উপজেলার চান্দপুর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

নিহত এএসআইয়ের নাম আমির হোসেন। তিনি ময়মনসিংহ সদরের কোতোয়ালি থানা এলাকার মুনতাজ আলীর ছেলে।

পুলিশ জানায়, বিকেলে এএসআই আমির হোসেন ও মনিশংকর সাদা পোশাকে চান্দপুর গ্রামের ব্রিজের পাশে একটি মামলার আসামি ধরতে যান। এ সময় আসামির ছুরিকাঘাতে আমির হোসেন ও মনিশংকর গুরুতর আহত হয়। আহতদের জেলা সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক আমির হোসেনকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মো. আনিছুর রহমান। তিনি বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily