আইন আদালতঃ
সাংবাদিক রোজিনা ইসলাম বৃহস্পতিবার জামিন পাবেন বলে আশা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
রোজিনার বিষয়ে মঙ্গলবার (১৭ মে) সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠক এসে সাংবাদিক নেতারা এ কথা জানান।
বৈঠক শেষে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমীন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তাঁরা বলেন, ‘আমরা বিষয়টি দেখছি। উনি যাতে জেল খানায় ভালোভাবে থাকতে পারেন সে ব্যবস্থাও করছি। আশা করি, বৃহস্পতিবার জামিন হয়ে যাবে।’
সভাপতি ফরিদা ইয়াসমীন আরও বলেন, ‘এই ধরনের ঘটনা শুধুমাত্র একটা রোজিনা ইসলামের প্রতি অন্যায় সেটি নয়, এটি সাংবাদিকতাকে রুদ্ধ করার অপপ্রয়াস, এটাও আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি। আরও বলেছি, এটি জামিন না হওয়ার মতো এমন কোনও মামলা না। ‘
সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি রুমে প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ রাখার পর শাহবাগ থানায় পাঠিয়ে সোমবার রাতে ‘অফিশিয়াল সিক্রেটস’ অ্যাক্টে রোজিনার বিরুদ্ধে মামলা করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এই মামলাতে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
মঙ্গলবার সকালে রোজিনাকে ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। জামিন আবেদন করেন রোজিনার আইনজীবীরা।
শুনানি শেষে বিচারক মোহাম্মদ জসিম রিমান্ড আবেদন নাকচ করে দেন।
আর জামিন আবেদন আংশিক শুনানি শেষে বাকি শুনানির জন্য বৃহস্পতিবার দিন রাখেন।
-কেএম