স্পোর্টসঃ
আজ সন্ধ্যায় গুলশানের সিক্স সিজনস হোটেলে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশের আন্দোলনরত ক্রিকেটাররা। সেখানে নিজেদের মাঝে আলোচনা শেষে রাতেই মিরপুরে বিসিবির সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নেন সাকিবরা।
গত সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট ব্যবস্থাপনার প্রতি অনাস্থা প্রকাশ করে ১১ দফা দাবি জানিয়েছেন ক্রিকেটাররা। আর এসব দাবি না মানা পর্যন্ত সবধরনের ক্রিকেট থেকে বিরতিতে থাকবেন জাতীয় দল ও জাতীয় দলের বাইরে থাকা সকল ক্রিকেটাররা।
ক্রিকেটারদের দাবির মধ্যে ছিল কোয়াবের বর্তমান কমিটির পদত্যাগ, খেলোয়াড়দের পারিশ্রমিক বাড়ানো, স্থানীয় কোচদের প্রাধান্য দেওয়া, জাতীয় লীগের ম্যাচ ফি বাড়ানো, ভ্রমণভাতা বাড়ানো, বিভাগীয় পর্যায়ে অনুশীলনের সুযোগ বাড়ানো, আন্তর্জাতিক মানের বল দিয়ে স্থানীয় ম্যাচ আয়োজন, প্রথম ও দ্বিতীয় বিভাগ লীগের দুর্নীতি বন্ধ করার মতো বিষয়গুলো।
ক্রিকেটারদের দাবির প্রেক্ষিতে মঙ্গলবার এক সংবাদ সম্মেলন করে, ক্রিকেটারদের দাবিগুলো ‘অযৌক্তিক’ বলে দাবি করেন বিসিবি সভাপতি। শুধু তাই না, এই ধর্মঘটকে ক্রিকেট ধ্বংসের ষড়যন্ত্র বলে দাবি করেন পাপন।
-কেএম