অনলাইন ডেস্কঃ

দেশের ১২টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে। আজ এক প্রজ্ঞাপনে জারির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

যে সব বিদ্যালয় সরকারি করা হল সেগুলো হল জয়পুরহাটের ক্ষেতলাল পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ, কালাই এম ইউ উচ্চ বিদ্যালয়, আক্কেলপুর এফইউ পাইলট উচ্চবিদ্যালয়, কিশোরগঞ্জের ভৈরব কেবি পাইলট মডেল হাইস্কুল, ইটনার মহেশ চন্দ্র মডেল শিক্ষা নিকেতন, নিকলী জিসি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, হোসেনপুর মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীর পুঠিয়া পি এন উচ্চ বিদ্যালয়, বগুড়ার সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয়, শরীয়তপুরের ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জের উল্লাপাড়া মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয় এবং নড়াইলের কালিয়া পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়।

এসব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকগণ কোন প্রতিষ্ঠানে বদলি হতে পারবেন না। যেসব উপজেলায় সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ নেই, সেসব উপজেলায় একটি করে মাধ্যমিক বিদ্যালয় ও একটি করে কলেজকে সরকারি করার সিদ্ধান্তের পরিকল্পনায় এসব সরকারি করা হল।

-আরবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily