স্বাস্থ্যঃ

দেশে নতুন করে দুজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

১৪ মার্চ, শনিবার রাত সাড়ে ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান মন্ত্রী।

এসময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘নতুন দুইজন রোগী আজকে পেয়েছি। তাদের হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে একজন ইতালির, আরেকজন জার্মানি থেকে বাংলাদেশে এসেছেন।

দেশে আসার পর থেকেই তারা হোম কোয়ারেন্টাইন ছিলেন। সেখানে অসুস্থ হওয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

এ সময় তিনি আরো বলেন, বিদেশফেরত সবাইকেই হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক।

এর আগে বাংলাদেশে তিনজন করোনায় আক্রান্ত হওয়ার কথা জানানো হয়। তারা বর্তমানে সুস্থ রয়েছেন।

এর আগে আজ দুপুরেই আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা জানিয়েছিলেন, দেশে এই মুহূর্তে করোনা আক্রান্ত কেউ নেই।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily