আমি টিউশনি করে লেখাপড়া করেছি, এখন অর্থমন্ত্রী হয়েছি

সারােদশঃ
আমি টিউশনি করে লেখাপড়া করেছি, ছাত্রলীগ করেছি। সেখান থেকে অর্থমন্ত্রী হয়েছি। তোমাদের এত তাড়া কিসের? দলের নাম ব্যবহার করে কেউ সফল হবে না। এখন যে অভিযান চলছে, তাতে জয়ী হবেন প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য আতাউর রহমান খান কায়সারের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে চট্টগ্রাম নগরীর এলজিইডি অডিটোরিয়াম মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী আরও বলেন, আমরা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছি। আমি বিশ্বাস করি, এখন যা ঘটছে তা কেটে যাবে।

এ সময় আতাউর রহমান কায়সারকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, কায়সার ভাই মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করেছেন। চট্টগ্রামের মানুষ কায়সার ভাইকে এখনও ভালোবাসেন।

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সহসভাপতি নইমউদ্দিন চৌধুরী, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন বাচ্চু, উত্তর জেলা সাধারণ সম্পাদক এমএ সালাম, যুগ্ম সম্পাদক বদিউল আলম, দক্ষিণ জেলা সহসভাপতি মো. ইদ্রিস, উত্তর জেলা যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। পরিবারের পক্ষে বক্তব্য দেন সংরক্ষিত নারী সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান।

-কেএম

FacebookTwitter