বিনোদনঃ
আসছে ঈদে দেশের জনপ্রিয় দুই তারকা জুটি মেহের আফরোজ শাওন ও চঞ্চল চৌধুরী’র দ্বৈত কন্ঠে শোনা যাবে নতুন একটি গান।

আইপিডিসি আয়োজিত সংগীতের আসর ‘আমাদের গান’-এর দ্বিতীয় সিজনের জন্য এবার তাদের কন্ঠে শোনা যাবে হাছন রাজার কালজয়ী গান ‘নিশা লাগিলোরে’।

গত বারের মত এই গানটিরও সংগীতায়োজন করেছেন দেশের অন্যতম জনপ্রিয় শিল্পী পার্থ বড়ূয়া। ইন্টারনেটে ছড়িয়ে পড়া ছবিগুলোতে এই জুটির পোশাক ও সাজসজ্জায় উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে ৷

শেষবার নন্দিত এই দুই আভিনয় ও কন্ঠশিল্পীকে ‘সর্বত মঙ্গল রাঁধে’ গানে এমন রূপে দেখা গিয়েছিল, যে গানটি প্রকাশিত হওয়া মাত্রই তুলেছিল আলোচনার ঝড়।

তবে সবকিছু ছাপিয়ে গানটি উঠে আসে দর্শক-শ্রোতাদের পছন্দের শীর্ষে।

এই গানটির মাধ্যমে মূলত অভিনয়ের জন্য দর্শকপ্রিয়তা পাওয়া এই দুই তারকা হয়ে উঠেছেন দেশের সবচেয়ে আকাঙ্ক্ষিত গানের জুটি৷

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily