অনলাইনঃ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটারদের উদ্দেশ্যে সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, আপনারা নির্ভয়ে ভোট দিন, আমরা আপনাদের আশেপাশে থাকব।

শনিবার দুপুরে আজিমপুর এলাকার ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে ভোটারদের অভয় দিয়ে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ জানান, আইনশৃঙ্খলা রক্ষায় ও বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সারাদেশে ৫০ হাজার সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে আরো সেনা সদস্য মোতায়েন করা হবে।

এসময় সেনা প্রধান বলেন, নির্বাচনের পরে যেন কেউ অরাজকতা সৃষ্টি করতে না পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য।

নির্বাচনে দায়িত্ব পালনে ২৪ ডিসেম্বর মাঠে নেমেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনীর সদস্যরাও নির্বাচনে দায়িত্ব পালন করবেন। ২ জানুয়ারি পর্যন্ত তারা মাঠে থাকবেন। ৩৮৯ উপজেলায় সেনা ও উপকূলবর্তী ১৮টি উপজেলায় নৌবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া গত ১৮ ডিসেম্বর থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে রয়েছেন এক হাজার ১৬ প্লাটুন বিজিবি সদস্য।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily