অনলাইন ডেস্কঃ

জব্দ করা বাস থানায় নিয়ে যাওয়ার পথে রাজধানীর মিরপুরে সেই বাসের চাপায় নিহত হয়েছেন রূপনগর থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার।

রোববার (০২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শাহ-আলী থানাধীন রাইনখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শাহ আলী থানার ডিউটি অফিসার এসআই শিউলি আক্তার বলেন, ‘বেড়িবাঁধ এলাকা থেকে ঈগল পরিবহনের জব্দকৃত একটি বাস থানায় নিয়ে আসছিলেন উত্তম কুমার। তিনি বাসটির সামনে মোটরসাইকেলে ছিলেন। রাইনখোলা এলাকায় পৌঁছানোর পর বাসটি এসআই উত্তম কুমারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

এ ঘটনায় চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। তবে, প্রাথমিকভাবে তাদের বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily