আইন আদালতঃ
আজ দুপুর ৩টার মধ্যে যতটুকু পারেন রাসেলকে ক্ষতিপূরণ দেন। কিছু টাকা হলেও ক্ষতিপূরণে বুঝিয়ে দেন। এরপর আবার আদালতে আসেন, দুপুরে এ নিয়ে আমরা আমাদের মত আদেশ দেব।

আজ বুধবার গ্রিন লাইনের মালিক মো. আলাউদ্দিনকে আদালতে এই মৌখিক আদেশ দিয়েছেন বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ।

এর আগে বেলা ১১ টায় হাইকোর্টে হাজির হন পরিবহনটির মালিক মো.আলাউদ্দিন। এ সময় গ্রিন লাইন পরিবহনের পক্ষের আইনজীবী মো. অজিউল্লাহ বলেন, মো. আলাউদ্দিন বয়স্ক ও অসুস্থ। তার পক্ষে বারবার আদালতে আসা সম্ভব না। রাসেলের ক্ষতিপূরণের টাকা দিতে আরও এক মাসের সময় চান তিনি।

আদালত বলেন, এটা তো কোন দুর্ঘটনা না। ছেলেটাও একটা চালক।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily