আইসিএসবি-এর ৮ম সমাবর্তন অনুষ্ঠিত

আইসিএসবি আইএসবি-এর ৮ম সমাবর্তন অনুষ্ঠিত
আইসিএসবি আইএসবি-এর ৮ম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষাঃ
দেশের কোয়ালিফাইড চার্টার্ড সেক্রেটারিদের সম্মাননা প্রদানে ৮ম বারের মতো এক সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করলো ইন্সটিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)।

যেসকল চার্টার্ড সেক্রেটারিগণ সফলভাবে তাদের পেশাদারী পরীক্ষা এবং ইনস্টিটিউটের অন্যান্য আবশ্যিক শর্তাবলী সম্পন্ন করেছে, তাদের জন্যেই এই সমাবর্তন।

অনুষ্ঠানটি ১২ ডিসেম্বর, ২০২১ (রবিবার), রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন-এর গ্র্যান্ড বল রুমে আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, এমপি। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর পরিচালক প্রফেসর মোহাম্মদ আব্দুল মোমেন।

এছাড়া সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি’র প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর এবং বাংলাদেশ ব্যাংক-এর সাবেক গভর্নর প্রফেসর মোহাম্মদ ফরাসউদ্দিন, পিএইচডি।

অনুষ্ঠানে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ-এর পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আব্দুল মান্নান, এমপি তার বক্তব্যের শুরুতেই দেশের কোয়ালিফাইড চার্টার্ড সেক্রেটারিদের অভিনন্দন জানিয়ে বলেন, “বাংলাদেশে বিদ্যমান চার্টার্ড সেক্রেটারিদের জন্য প্র্যাকটিসিং চার্টার্ড সেক্রেটারি বা কোম্পানি সেক্রেটারি হিসেবে কর্পোরেট গভর্নেন্স চর্চার দারুণ সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, “এই সমাবর্তন অনুষ্ঠানটি সমস্ত প্রফেশনাল কোর্স সম্পন্নকারী ও তাদের পিতামাতা, বন্ধু ও পরিবারের জন্য একটি গর্বের দিন। কাছের মানুষের শুভকামনা ছাড়া এমন অর্জন অনেকটাই অসম্ভব।”

-শিশির

FacebookTwitter