অনলাইনঃ
বারডেম জেনারেল হাসপাতাল ও ইব্রাহিম মেডিকেল কলেজের নিউনেটালজি বিভাগের অধ্যাপক ডা. সাহিদা আখতারের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি।
দীর্ঘদিন ক্যান্সারের বিরুদ্ধে লড়া ডা. সাহিদা শনিবার (১ মে) সন্ধ্যায় ফুলার রোডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার নিজ বাসায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১।
ডা. সাহিদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. আবুল বারকাতের স্ত্রী। এ দম্পতির তিন কন্যা। তারা হলেন- অবন্তি, আনোখি ও অরণি।
অধ্যাপক ডা. সাহিদা আখতার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের (বিপিএ) আজীবন সদস্য ছিলেন।
গণমানুষের অর্থনীতিবিদ হিসেবে খ্যাত মুক্তিযোদ্ধা বারকাত গত ২৬ মার্চ তার সর্বশেষ প্রকাশিত ‘নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, জাতীয় ঐক্য সৃষ্টির শ্রেষ্ঠ সুযোগ’ শিরোনামে (দ্বিতীয় পরিমার্জিত ও পরিবর্ধিত প্রকাশ) বইটি উৎসর্গ করেছেন তার স্ত্রী ডা. সাহিদাকে। উৎসর্গপত্রে অধ্যাপক বারকাত লিখেন, “আমার জ্ঞানানুসন্ধান কাজে অনুপ্রেরণার উৎস আমার সহধর্মিনী অধ্যাপক ডা. সাহিদা আখতারকে”।
বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞতিতে সমিতি জানায়, ‘অধ্যাপক ডা. সাহিদা আখতারের মৃত্যুতে বাংলাদেশ অর্থনীতি সমিতি তার পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে’।
সূত্রঃ অর্থনীতি সমিতি
-শিশির